ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয়র জন্য বড় ধাক্কা কিন্তু স্বস্তির সুযোগ বাংলাদেশিদের

২০২৫ সেপ্টেম্বর ২১ ০৯:১৪:১৮
ভারতীয়র জন্য বড় ধাক্কা কিন্তু স্বস্তির সুযোগ বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে নতুন সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাখ ডলার নির্ধারণ করলেও, এটি শুধু নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য—বর্তমান ভিসাধারীদের জন্য নয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট নিশ্চিত করেন, এটি এককালীন ফি, বাৎসরিক নয়। যারা ইতিমধ্যে বৈধ এইচ-১বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন বা বাইরে অবস্থান করছেন, তাদের এই ফি দিতে হবে না।

এই পদক্ষেপের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় শ্রমবাজারে বিদেশি কর্মীদের প্রতিস্থাপনের প্রবণতা কমিয়ে "লেভেল প্লেয়িং ফিল্ড" তৈরি করা।

তবে জাতীয় স্বার্থ বিবেচনায় কিছু ক্ষেত্রে ফি মওকুফের সুযোগ রাখা হয়েছে।

ভারতের আইটি সংস্থা ন্যাসকম জানিয়েছে, এই সিদ্ধান্ত ভারতীয় প্রযুক্তি খাতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, ২০২৪ সালে এইচ-১বি ভিসা পাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১% ছিলেন ভারতীয় নাগরিক।

ট্রাম্প প্রশাসনের সমর্থনে ঘোষিত এই ফি নিয়ে বিতর্ক থাকলেও, বর্তমান ভিসা হোল্ডাররা আপাতত স্বস্তিতেই আছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে