ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৫:৫৭:৩৪
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত alleged মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।

তিনি বলেন,“৫ আগস্ট শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করেননি; বরং গণঅভ্যুত্থানের চাপে ভারতে চলে যেতে বাধ্য হন।”

এই বক্তব্য তিনি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জবানবন্দির সময়। মামলাটিতে নাহিদ ছিলেন ৪৭তম সাক্ষী।

স্টেট ডিফেন্সের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচিটি ছিল বহুদিনের পরিকল্পনার ফসল। তিনি দাবি করেন, আন্দোলনের নেপথ্যে দেশি ও আন্তর্জাতিক শক্তির প্রত্যক্ষ সমর্থন ছিল এবং সেই প্রেক্ষাপটেই ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়।

তবে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় প্রসিকিউশন। তাদের মতে,“মামলার বিচারিক প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক ব্যাখ্যা বা মতামতের স্থান নেই। আলোচনার বিষয় কেবল মামলার নির্দিষ্ট অভিযোগ হওয়া উচিত।”

শেখ হাসিনার পক্ষে থাকা আইনজীবীও জানান,“ড. ইউনূসকে জড়িয়ে কোনো মন্তব্য সমীচীন নয়। তবে যেহেতু সাক্ষী তার নাম উল্লেখ করেছেন, তাই প্রাসঙ্গিকতা রয়েছে।”

স্টেট ডিফেন্সের দাবি,৫ আগস্ট কোনো রাষ্ট্রীয় পরিকল্পনায় সহিংসতা বা গণহত্যা সংঘটিত হয়নি। শেখ হাসিনা কখনোই আন্দোলন দমন করতে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। বরং তিনি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছেন।”

নাহিদ ইসলাম তার সাক্ষ্যে স্টেট ডিফেন্সের বক্তব্য নাকচ করে দেন। তিনি দাবি করেন,“আমি সরাসরি ৫ আগস্টের হত্যাযজ্ঞ, নির্যাতন ও নিপীড়নের তথ্য পেয়েছি আমাদের আন্দোলনের সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছ থেকে। তাই এই সব ঘটনা সত্য।”

এই মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত alleged মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে গঠিত। যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও কয়েকজন। অভিযোগপত্রে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল, যার মধ্যে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও নিখোঁজ হওয়ার অভিযোগ রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে