ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৬:০৩:২৬
ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট জাহেদ উর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাকে কেউ ব্ল্যাকমেইল করছে—এমন দাবি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিক মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন,“আমাকে ব্ল্যাকমেইল করে কিছু বলানো বা করানো হচ্ছে—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করতেই এসব মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।”

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার স্ত্রী আনা নাসরিন কিছু মন্তব্য করেছেন, যেগুলো ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন,“আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে ঘিরে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো নিয়ে নানা স্পেকুলেশন হচ্ছে। তবে আমি এসব বিষয়ে আত্মপক্ষ সমর্থনে কোনো কিছু বলবো না। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলাকে আমি অরুচিকর মনে করি।”

জাহেদ উর রহমান তার পোস্টে আরও জানান,“আমি ১৭ সেপ্টেম্বর আমার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এটি কোনো সাম্প্রতিক ঘটনার কারণে নয়। আমরা দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির মধ্যে ছিলাম।”

তিনি স্পষ্ট করে বলেন,“তার (আনা নাসরিনের) কোনো সাম্প্রতিক বা ভবিষ্যত কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”

পোস্টের শেষভাগে জাহেদ উর রহমান তার সাবেক স্ত্রীকে উদ্দেশ করে বলেন,“আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন মঙ্গল এবং সফল জীবন কামনা করি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে