ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিবিরের সবচেয়ে শিক্ষিত ৭ নেতা 

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৪:৩২:৩৬
শিবিরের সবচেয়ে শিক্ষিত ৭ নেতা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একসময় সুসংগঠিত, বিতর্কিত এবং আলোচিত একটি নাম ছাত্রশিবির। রাজনীতির পাশাপাশি শিবিরের নেতাদের মধ্যে অনেকেই নিজেদের মেধা, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে ভিন্ন পরিচয় গড়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হার্ভার্ড, অক্সফোর্ড কিংবা মালয়েশিয়া ও তুরস্কের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়ানো এসব নেতারা শুধু রাজনীতিতে নয়— শিক্ষাক্ষেত্রেও রেখেছেন দৃপ্ত পদচিহ্ন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন শিক্ষিত ও জনপ্রিয় নেতার পরিচয় নিচে দেওয়া হলো:

১. মোহাম্মদ দেলোয়ার হোসেন:

মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০০০ সালে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয়ে স্নাতক শেষ করেন। পরে তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

২. ড. শফিকুল ইসলাম মাসুদ:

ড. শফিকুল ইসলাম মাসুদ ছাত্রশিবিরের আরেক জনপ্রিয় নেতা ও সাবেক সভাপতি। তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি ও জেলায় প্রথম স্থান লাভ করেন। এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান 'বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের' প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

৩. সালাহউদ্দিন আইয়ুবী:

সালাহউদ্দিন আইয়ুবী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সেশনের জন্য তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং সভাপতি থাকাকালে তিনি তার দায়িত্ব খুব সুন্দর ও একনিষ্ঠভাবে পালন করেন। ছাত্রজীবন থেকেই সালাহউদ্দিন আইয়ুবী খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লিবার্টি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।

৪. মহিউদ্দিন খান:

মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। ছাত্রজীবনে তিনি তার নিজ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনে ভর্তি হন। তিনি অনার্সে ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। সামগ্রিকভাবে ৩.৯৭ সিজিপিএ পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

৫. মোহাম্মদ ইয়াসিন আরাফাত:

মোহাম্মদ ইয়াসিন আরাফাত ছাত্রশিবিরের অন্যতম সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি ২০১৭ ও ২০১৮ সেশনে ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর অববাহিকায় পূর্ব বামপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৭ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় বেলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পাশাপাশি তিনি মক্তবে কুরআন ও ইসলামিক শিক্ষা লাভ করেন। মাদ্রাসায় শিক্ষালাভের উদ্দেশ্যে ১৯৯৪ সালে পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। এর কিছুদিন পর মনতলী রহমানিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পুনরায় ভর্তি হন। সেখানে তিনি চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ফেনীর ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল ফালাইহিয়া কামিল মাদ্রাসা থেকে মানবিক বিভাগে ২০০১ সালে দাখিল ও ২০০৩ সালে আলিম এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ২০০৫ সালে ফাযিল ও ২০০৭ সালে কামিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ব্যবসায় প্রশাসনে এমবিএ করছেন।

৬. জাহিদুল ইসলাম:

জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি। তিনি সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচআরএম বিভাগে এমবিএতে অধ্যয়নরত।

৭. নুরুল ইসলাম:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হলেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে তিনি ছাত্রশিবিরের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র হিসেবে নুরুল ইসলাম খুবই মেধাবী। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে