ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গুরুতর অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

২০২৫ সেপ্টেম্বর ১১ ১২:১৯:০৮
গুরুতর অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটার সংখ্যার তুলনায় অতিরিক্ত ব্যালট পেপার বিতরণের অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

মাজহারুল ইসলাম বলেন,“নির্বাচন কমিশনের ছোট ছোট ত্রুটিগুলো এখন বড় ধরনের প্রভাব ফেলছে। যেমন—৫২২ জন ভোটারের বিপরীতে ৬০০টি ব্যালট দেওয়া হয়েছে। কোথাও ৩৯০ জন ভোটারের জন্য দেওয়া হয়েছে ৪০০ ব্যালট। এটা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।”

তিনি আরও বলেন,“আমরা আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, অতিরিক্ত ব্যালট স্বচ্ছতার অন্তরায় হতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতিটি হলে অতিরিক্ত ব্যালট বিতরণ করা হয়েছে, অথচ এর কোনও ব্যাখ্যা বা নির্দিষ্ট নির্দেশনা নেই।”

মাজহারুল আরও অভিযোগ করেন,“নির্বাচন কমিশনারদের কাছ থেকে যে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা আশা করা হয়েছিল, তা এখনও দেখা যাচ্ছে না। বিশেষ করে পোলিং এজেন্টদের প্রবেশে সীমাবদ্ধতা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত ব্যালট কেন্দ্রগুলোতে রাখার বিষয়টি "কারচুপির আশঙ্কা উসকে দিচ্ছে", যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি (সহসভাপতি) প্রার্থী আরিফ উল্লাহ-ও নির্বাচন ঘিরে বিভিন্ন অসংগতির অভিযোগ করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান শেষে তিনি বলেন:“ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত শিক্ষার্থীদের ঘোরাফেরা, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে গড়িমসি, এবং সালাম-বরকত হলে অতিরিক্ত ব্যালট পেপার বিতরণ—এসব বিষয় আমাদের উদ্বিগ্ন করছে।”

তবে তিনি আশাবাদী মনোভাব প্রকাশ করে বলেন,“বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত ব্যালট বিতরণ বা পোলিং এজেন্টদের প্রবেশ সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে