ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শিবিরের বিরুদ্ধে মুখ খুললেন উমামা ফাতেমা

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৫:৫৭:৫১
শিবিরের বিরুদ্ধে মুখ খুললেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ও অভিযোগ। ভোটের দিন সকালে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কেন্দ্রের বাইরে ভোটারদের হাতে একটি বিশেষ তালিকা তুলে দেওয়া হচ্ছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কাকে কাকে ভোট দিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, এ তালিকায় ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং হল সংসদের কিছু স্বতন্ত্র প্রার্থীর নাম রয়েছে।

উমামা ফাতেমা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি লিফলেটের ছবি প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই লিফলেটগুলো ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে বিতরণ করা হচ্ছিল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন:“ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা, আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন আছে, এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়ানো আছে।”

এ ঘটনায় নির্বাচন পরিচালনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন উমামা ফাতেমা। তার অভিযোগে বোঝা যায়, ভোটারদের প্রভাবিত করতে সুপরিকল্পিতভাবে এসব লিফলেট ছড়ানো হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচনের দিন এমন বিতর্কিত কর্মকাণ্ডে ছাত্রদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের চিহ্নিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে