ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মোদির জায়গায় জয়শঙ্কর, ভারতের কূটনীতিতে নতুন মোড়

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১১:১৪:০৪
মোদির জায়গায় জয়শঙ্কর, ভারতের কূটনীতিতে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক : এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

জাতিসংঘের ওয়েবসাইটে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্রকাশিত বক্তাদের তালিকায় দেখা গেছে, ভারতের পক্ষ থেকে এবার বক্তব্য দেবেন "মন্ত্রীরা", আর ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তৃতা করবেন জয়শঙ্কর। এর আগে প্রকাশিত তালিকায় মোদির নাম ছিল, এবং বলা হয়েছিল ২৬ সেপ্টেম্বর তিনি বক্তব্য রাখবেন।

উল্লেখযোগ্য অনুপস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট

প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য রাখবেন।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির জাতিসংঘে না যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের ইঙ্গিত হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু পরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয় এবং ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করে। এতে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়।

অনিশ্চিত তালিকা ও বিশেষ ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে। অধিবেশন শুরুর আগে পর্যন্ত এই তালিকা পরিবর্তন ও আপডেট হতে পারে।

অধিবেশনের সূচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এছাড়া এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। তবে এই উদ্যোগ বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে