ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিশ্ব কাঁপানো সিরিয়াল কিলাররাও ফেল জিয়াউলের কাছে 

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১১:০৬:৪৭
বিশ্ব কাঁপানো সিরিয়াল কিলাররাও ফেল জিয়াউলের কাছে 

নিজস্ব প্রতিবেদক : বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে, যাকে "মানুষখেকো" এবং "দানব" হিসাবে উল্লেখ করা হয়েছে। ভিডিওর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসান ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত র‌্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকাকালীন নিজের দল নিয়ে ১ হাজার ৩০ জনকে অপহরণ ও হত্যা করেছেন। এসব হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও বীভৎস উপায়ে করা হয়েছে বলে দাবি করা হয়।

অপহৃত ব্যক্তিদের হাত, পা ও চোখ বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাওয়া হতো এবং নৌকায় করে নিয়ে গিয়ে মাথায় গুলি করা হতো। নিহত ব্যক্তির মস্তিষ্ক ও রক্তের গরম ছিটায় খুনি দারুণ তৃপ্তি পেতেন। এ ছাড়া, অপহৃতদের মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, ক্যান্টনমেন্ট ব্রিজ বা কাঁচপুর ব্রিজে নিয়ে গুলি করে লাশ শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হতো। কখনো মাইক্রোবাসেই ইনজেকশন দিয়ে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দেওয়া হতো, যাতে ট্রেন এসে লাশ ছিন্নভিন্ন করে দেয়। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেললাইনে যত অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া যেত, তার সবই জিয়াউল আহসানের খুন করা বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর নির্দেশেই জিয়াউল আহসান বিপুল সংখ্যক মানুষকে গুম ও খুন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিণতিও জিয়াউল আহসানের হাতে ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় নির্দেশে গুম-খুনের পাশাপাশি জিয়াউল আহসান রাজনীতির আড়ালে অন্যদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এবং তাদের নির্দেশে মানুষকে নির্মমভাবে হত্যা করতেন।

এসব কালো লেনদেনের মাধ্যমে তার বিপুল সম্পদ জমা হয়েছে, যা আজও রহস্যে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসান ১ হাজার ৩০ জনকে গুম-খুন করেছেন। পুলিশি ভাষায়, যিনি তিন বা তার বেশি ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করেন, তিনিই সিরিয়াল কিলার। জিয়াউল আহসানের কর্মকাণ্ড বিশ্বের কুখ্যাত সিরিয়াল কিলারদের গল্পকেও ছাড়িয়ে গেছে বলে ভিডিওতে বলা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে