ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’

২০২৫ সেপ্টেম্বর ০২ ২০:১৩:৪৯
‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ শাখা ছাত্রদল নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

তবে এ কর্মসূচির সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এমন সহিংস স্লোগান দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু উবাইদা মাহিম।

স্লোগান নিয়ে প্রশ্ন করা হলে সাধারণ সম্পাদক মাহিম বলেন,“এটি একটি রাজনৈতিক ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন বিভিন্ন সংগঠন এমন স্লোগান দেয়, তখন আমরাও রাজনৈতিক প্রতিবাদে এটি দিয়েছি। তবে, কাউকে জবাইয়ের হুমকি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং প্রতীকী প্রতিবাদ হিসেবেই এ স্লোগান দেওয়া হয়েছে।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেন,“কলেজের ভেতরে কয়েকজন ছেলে-মেয়ে মিছিল করেছে, তবে কী স্লোগান দিয়েছে তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের কয়েকজন নেতা কর্মী বিক্ষোভ মিছিল করছেন এবং সেখানে সহিংস স্লোগান দিচ্ছেন।

এ ঘটনায় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাবি শিবির নেতা সাজ্জাদ হোসাইন খান বলেন,“ছাত্রদল এ ধরনের সহিংস ও ঘৃণ্য স্লোগান দিয়ে প্রমাণ করছে যে, তারাআওয়ামীলীগেরমতোইনিপীড়নকামী পথে হাঁটছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,“যে ভাষায় একসময় ছাত্রলীগ স্লোগান দিত, আজ ছাত্রদলও সেই পথে হাঁটছে। এতে তারা আরও বিচ্ছিন্ন হবে।”

এ বিষয়ে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন,“ছাত্রদল যেভাবে তাদের অফিসিয়াল পেজে এমন সহিংস ভিডিও প্রকাশ করেছে, তা শুধু অনৈতিক নয়, বরং রাজনৈতিকভাবে আত্মঘাতী। তারা ছাত্রলীগের সহিংসতার পথকেই পুনরাবৃত্তি করছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক হুমকির অভিযোগ ও সারাদেশে নারী শিক্ষার্থীদের প্রতি সাইবার বুলিংয়ের প্রতিবাদে ছাত্রদল সারাদেশে বিক্ষোভের ডাক দেয়।

এই ঘোষণার অংশ হিসেবেই খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে কর্মসূচি পালন করা হয় এবং সেই ভিডিও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে