ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

২০২৫ আগস্ট ২৮ ১২:৩৭:০৩
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ নির্ধারণ করে নতুন একটি নীতিমালা প্রস্তাব করেছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক বিদেশির জন্য ভিসা নবায়নের প্রক্রিয়া কঠিন হয়ে পড়বে।

নতুন প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য F ভিসা এবং বিনিময় কর্মীদের J ভিসা-র মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করা হবে। অন্যদিকে, সাংবাদিকদের I ভিসা থাকবে সর্বোচ্চ ২৪০ দিন, এবং চীনের নাগরিকদের জন্য তা আরও কমিয়ে মাত্র ৯০ দিন করা হবে। তবে নির্ধারিত সময়সীমা শেষ হলে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন।

বর্তমানে এসব ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকে, যাকে বলা হয় “Duration of Status”। নতুন নিয়ম চালু হলে নির্ধারিত সময়সীমার বাইরে অবস্থান করতে হলে আলাদা করে অনুমতি নিতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (USCIS) জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে ভিসাধারীদের কার্যক্রম আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও তদারকি করা। তারা মনে করছে, এতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং ভিসার অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

তবে অভিবাসন বিশেষজ্ঞ এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রকে একটি অপছন্দনীয় গন্তব্যে পরিণত করতে পারে। একইসঙ্গে সাংবাদিকদের স্বাধীন কাজেও সীমাবদ্ধতা তৈরি হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২০ সালেও ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু ২০২১ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই উদ্যোগ বাতিল করে দেওয়া হয়।

বর্তমানে এই নতুন প্রস্তাব নিয়ে ৩০ দিনের মধ্যে জনমত গ্রহণ করা হবে। মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমে কাজ করতে আসা হাজার হাজার বিদেশি এই প্রস্তাবের প্রভাবের মধ্যে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে