ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

হান্নান মাসউদকে ধুয়ে দিলেন আবরার ফাইয়াজ

২০২৫ আগস্ট ২৮ ১১:০৮:৩০
হান্নান মাসউদকে ধুয়ে দিলেন আবরার ফাইয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ-এর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। বুধবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আবরার ফাইয়াজ তার পোস্টে হান্নান মাসউদের উদ্দেশে বলেন,“আপনি কী জানেন, যমুনা ঘেরাওয়ের আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল কি না? জানেন কি, পুলিশের খাওয়া শেষে রাস্তা ফাঁকা ছিল, ব্যারিকেড ছিল না?”

তিনি আরও লিখেছেন,“আমরা কয়েক হাজার শিক্ষার্থীর ভিড় দুইবার থামিয়েছি, কিন্তু দুইবারই পুলিশ হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। রাস্তায় ব্যারিকেড না থাকায় আমরা নিজের হাতে মানবব্যারিকেড গঠন করি। তবুও পেছন থেকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাদের গলা চেপে ধরে।”

ফাইয়াজের দাবি অনুযায়ী,“যখন শিক্ষার্থীরা যমুনা থেকে অন্তত ১০০-২০০ মিটার দূরে শান্তিপূর্ণভাবে বসে ছিল, তখনও তাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। আমরা বারবার অনুরোধ করেছি, হামলা বন্ধ করুন, আমরা সরে যাচ্ছি—কিন্তু তার পরও হামলা চলতে থাকে।”

তিনি আরও অভিযোগ করেন,“শুধু মিন্টু রোডেই নয়, শাহবাগ মেট্রোর নিচেও এককভাবে পাওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।”

পোস্টের শেষাংশে আবরার লিখেন,“সুশীলতা ভালো, তবে আপনি যদি ৫ আগস্টের আগে সুশীল হতেন, আজ হয়তো কেউ আপনাকে চিনত না। এটাই বাস্তবতা।”

এর আগে আবদুল হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে লেখেন,“কথায় কথায় যমুনা ঘেরাও, এটা কোনো ইতিবাচক সংস্কৃতি হতে পারে না। অনেক হয়েছে, এবার থামা উচিত। আমাদের এসব অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে আরও দুর্বল করছে।”

তিনি আরও বলেন,“এসব সুযোগ নিচ্ছে পুরনো ‘এস্টাবলিশমেন্ট’—যারা প্রকৃত পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা। রাষ্ট্রের পচে যাওয়া কাঠামো সংস্কার না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এমন ঠুনকো বিষয়ে বারবার রাস্তায় নামতে হবে।”

তার মতে,“নিজেদের ভাইদের বিরুদ্ধেই মূলত পুরনো কাঠামো আমাদের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এই অসহিষ্ণুতা সারাদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা সত্যিই ভয়ংকর। যার সূচনা হয়েছিল সিটি কলেজ ও আইডিয়াল কলেজের দ্বন্দ্ব দিয়ে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে