ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

বেকার যুবকদের জন্য সরকারের নতুন প্রজ্ঞাপন

২০২৫ আগস্ট ২৬ ১৩:২৪:০৪
বেকার যুবকদের জন্য সরকারের নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশের বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫’ এর প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই নীতিমালার আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা, কর ও শুল্কে ছাড় এবং রপ্তানিমুখী সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নীতিমালার মূল উদ্দেশ্য:

বেকার যুবশক্তিকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা

প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সহায়তা

স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগে পৃষ্ঠপোষকতা

নতুন কর্মসংস্থান সৃষ্টি

অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা

যা থাকছে সহায়তায়:

সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা

কর ও শুল্কে ছাড়

রপ্তানিমুখী কার্যক্রমে প্রণোদনা

প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা

উদ্যোক্তাদের জন্য আলাদা সহায়ক কাঠামো গঠন

নীতিমালাটি বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অধীনে সারা দেশে প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি সহায়তা ইউনিট গড়ে তোলা হবে, যাতে যুবকরা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই নীতিমালা যুব সমাজে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা মানসিকতা তৈরি করতে বড় অবদান রাখবে। পাশাপাশি অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ততা বাড়বে এবং বেকারত্বের হার কমবে।

নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে সরকার যুব শক্তিকে উৎপাদনশীল শক্তিতে পরিণত করতে চায়। যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে