ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজার নিয়ে হোয়াটসঅ্যাপে চলছে প্রতারণা

২০২৫ আগস্ট ২৬ ১৩:১৮:৪৫
শেয়ারবাজার নিয়ে হোয়াটসঅ্যাপে চলছে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে শেয়ারবাজারে বিনিয়োগে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। এর মধ্যে নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা, জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমানমঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।

চক্রটি প্রথমে ডিএসই’র অনুমোদিত প্রতিনিধি পরিচয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়। তারা সামান্য বিনিয়োগের বিপরীতে কিছু মুনাফা দেখিয়ে বিশ্বাস অর্জন করে এবং পরে বড় অঙ্কের টাকা আদায় করে গা ঢাকা দেয়।

একটি ঘটনার উদাহরণ দিয়ে আসাদুর রহমান বলেন,“প্রথমে ৪ হাজার টাকা নিয়ে ২ হাজার মুনাফা দেয়। এরপর ৪০ হাজার টাকা চেয়ে বলে, টেকনিক্যাল সমস্যা হয়েছে। আবারও ৪০ হাজার টাকা চাই। শেষে টাকা নিয়েই নম্বর বন্ধ।”

চক্রটি ভুয়া লোগো, ঠিকানা এবং সরকারি সংস্থার নাম ব্যবহার করে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আইনগত পদক্ষেপের বিষয়ে জানান, প্রতারণার বিষয়ে ৩ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ করেছে ডিএসই, ২৬ আগস্ট পুনরায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, বিএসইসিকে চিঠি দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হয়েছে এবং চক্রটি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে, যা ইতোমধ্যে নজরদারিতে আনা হয়েছে।

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন:“স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার, ডিলার ও মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন করবেন না। কেউ লোভনীয় প্রস্তাব দিলে, আগে ডিএসই/সিএসই/বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হোন।”

তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থা চক্রটিকে ধরতে তৎপর এবং তাদের কাছে আহ্বান জানানো হয়েছে—“সাধারণ মানুষের টাকা নিয়ে থাকলে, ফেরত দিন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর সিআরও শফিকুল ইসলাম ভূইয়া এবং বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে