ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

হঠাৎ সড়কে আছড়ে পড়ছে পাথর

২০২৫ আগস্ট ২৬ ১১:৪১:১৯
হঠাৎ সড়কে আছড়ে পড়ছে পাথর

নিজস্ব প্রতিবেদক: অরুণাচল প্রদেশে পাহাড় ধসের ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিম কামেং জেলার সাপার ক্যাম্প এলাকায় হঠাৎ পাহাড় থেকে বিশাল আকৃতির পাথর গড়িয়ে এসে সড়কের ওপর পড়ে যায়। এতে অন্তত দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় দিরাং ও তাওয়াংয়ের মধ্যকার প্রধান সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে ধেয়ে আসা পাথর দেখে আতঙ্কিত মানুষজন দৌড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। একাধিক গাড়ি ধ্বংস হয়ে পড়ে, এবং কিছু যাত্রী গাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। ভিডিওতে লোকজনকে চিৎকার করে সতর্ক করতে দেখা যায়— কেউ বলছে "ওয়ে কুছ আ রাহা হ্যায়", আবার কেউ বারবার বলছে, "ফিরে যাও, ফিরে যাও, জলদি।"

ধসের ফলে প্রায় ১২০ মিটার রাস্তা বিশাল পাথরে অবরুদ্ধ হয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় যান চলাচলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বর্তমানে ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই পাথর সরিয়ে সড়ক যোগাযোগ পুনরায় চালু করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা অনেকের মতে চরম দুর্যোগের মধ্যেও এক বড় স্বস্তির বিষয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে