ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

দুই সপ্তাহের মধ্যে ডলার-ট্রেজারির দরপতন

২০২৫ আগস্ট ২৬ ১১:০৭:২৮
দুই সপ্তাহের মধ্যে ডলার-ট্রেজারির দরপতন

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে মর্টগেজ ঋণে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ তুলে। তবে কোনো প্রমাণ উপস্থাপন না করায় এই পদক্ষেপ ফেডের স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাজারে এর সঙ্গে সঙ্গেই অস্থিরতা দেখা দেয়—ডলার ও ট্রেজারির দরপতন হয়, বিপরীতে স্বর্ণের দাম বেড়ে যায়, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

ডলারের মান ইয়েনের বিপরীতে ০.৩% হ্রাস পেয়ে দাঁড়ায় ১৪৭.৩২ ইয়েন, আর ইউরোর বিপরীতে ০.২% বেড়ে দাঁড়ায় ১.১৬৩৭ ডলার। দীর্ঘমেয়াদি বন্ডের রিটার্ন বাড়লেও দুই বছরের ট্রেজারির রিটার্ন কমে ৩.৭% হয়েছে। স্বর্ণের দাম ০.২% বেড়ে প্রতি আউন্স ৩,৩৭২ ডলার ছুঁয়েছে, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

ওয়াল স্ট্রিটে পতনের ধাক্কা এশিয়া ও ইউরোপের বাজারেও পড়ে। এমএসসিআই এশিয়া-প্যাসিফিক সূচক পড়ে ০.৬%, জাপানের নিক্কেই ১.১% এবং ইউরোপীয় ফিউচার সূচকগুলোও নেতিবাচক প্রবণতায় নামে।

বিশ্লেষকরা বলছেন, ফেড গভর্নর অপসারণের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে 'অবিশ্বস্ত' অর্থনৈতিক অংশীদার হিসেবে তুলে ধরছে। এতে সেপ্টেম্বরে সুদহার হ্রাসের জল্পনা বেড়েছে—বার্কলেস, বিএনপি পারিবাস ও ডয়চে ব্যাংক ০.২৫% কমার সম্ভাবনা দেখছে। ফিউচার বাজারে এ সম্ভাবনা ৮৩ শতাংশ বলে ধরা হচ্ছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সেপ্টেম্বরে প্রকাশিত ভোক্তা ব্যয়ের (PCE) তথ্যের ওপর, যা ফেডের মূল মুদ্রাস্ফীতি সূচক হিসেবে বিবেচিত হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে