ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

রুমিন-হাসনাতকে নিয়ে মুখ খুললেন আরজে কিবরিয়া

২০২৫ আগস্ট ২৬ ১০:২০:৫০
রুমিন-হাসনাতকে নিয়ে মুখ খুললেন আরজে কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার, যিনি আরজে কিবরিয়া নামে পরিচিত, কোভিড-১৯-এর আগের একটি ঘটনা স্মরণ করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

আরজে কিবরিয়া তার ফেসবুক পোস্টে লেখেন,"বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের সময়ের কিছুটা আগের সময়। 'আপন ঠিকানা' অনুষ্ঠানটির বয়স মাসছয়েক হবে। তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো। এরমধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়। আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিই, আমার এই পেজ মহাবিপদে। বোধহয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না।"

তিনি জানান,স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে এফএম রেডিওর এক সহকর্মী তাকে ফোন করে জানান,রুমিন ফারহানা তার পেজের সমস্যা সমাধানে সাহায্য করতে চাচ্ছেন।

রুমিন ফারহানার সহায়তায় কিবরিয়ার পেজটি পুনরুদ্ধার হয়, এবং তিনি বলেন,"এই পেজ যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো 'আপন ঠিকানা'র গতিপথ সেখানেই শেষ হয়ে যেতো।"

তিনি আরও লেখেন,"সেদিন থেকে আজ পর্যন্ত রুমিন ফারহানার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তা-ও নেক্সাস টিভিতে ইন্টারভিউ করার সময়। ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাওয়ার, আজও সময় করে উঠতে পারিনি।"

তিনি জানান, এতদিন কৃতজ্ঞতা প্রকাশ না করলেও এবার তিনি পাবলিকলি কৃতজ্ঞতা জানাতে চান, কারণ রুমিন ফারহানাও 'আপন ঠিকানা' উদ্যোগের এক ধরনের "যোদ্ধা" ছিলেন।

পোস্টের শেষাংশে আরজে কিবরিয়া রুমিন ফারহানাকে উদ্দেশ করে বলেন:"রাজনীতির বাইরের অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সব সময়ই। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। হাসনাত আপনি-আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।"

উল্লেখ্য, "আপন ঠিকানা" ছিল একটি জনপ্রিয় অনুষ্ঠান, যেখানে পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের পুনরায় স্বজনদের কাছে ফেরত নেওয়ার মানবিক প্রয়াস চালানো হতো। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে