ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক নিয়োগ

২০২৫ আগস্ট ২৬ ০৯:৩৬:৩৪
ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. ফেরদৌস হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) এই নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

ফেরদৌস হোসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সূচকের ভিত্তিতে ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে "সমস্যাগ্রস্ত" হিসেবে চিহ্নিত করে, যার মধ্যে ইউনিয়ন ক্যাপিটালও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের দেওয়া ঋণের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা। এর বিপরীতে বন্ধকী সম্পদ ছিল মাত্র ১৮৩ কোটি টাকা। আরও উদ্বেগের বিষয় হলো, মোট ঋণের মধ্যে ১ হাজার ১৩৬ কোটি টাকা, অর্থাৎ ৯৫.৯২ শতাংশই ছিল খেলাপি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে