ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

পর্তুগালে ‘লাইসেন্স স্ক্যাম’: বাংলাদেশিদের নাম-ঠিকানা প্রকাশ

২০২৫ আগস্ট ২৩ ১২:০০:২৭
পর্তুগালে ‘লাইসেন্স স্ক্যাম’: বাংলাদেশিদের নাম-ঠিকানা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পর্তুগালের সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ইএমটি (Instituto da Mobilidade e dos Transportes) ২২ জন বাংলাদেশির বিরুদ্ধে ভুয়া ড্রাইভিং লাইসেন্স জমা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।

পরিদর্শনে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা বাংলাদেশের জাল ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে পর্তুগিজ লাইসেন্স বিনা পরীক্ষায় পাওয়ার চেষ্টা করেন। বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বৈধ লাইসেন্স থাকলে লিখিত বা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়াই সহজে পর্তুগিজ লাইসেন্স দেয়া হয়। তবে অভিযুক্তরা এই সুবিধা বঞ্চিত হতে জালিয়াতির পথ বেছে নিয়েছেন।

পর্তুগালে বাংলাদেশের প্রবাসীরা ফুড ডেলিভারি, ট্যাক্সি সেবা ও অন্যান্য চাকরিতে ড্রাইভিং লাইসেন্সের ওপর নির্ভরশীল। তাই বৈধ কাগজপত্রের বদলে জাল নথি ব্যবহারকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইএমটি জানিয়েছে, অভিযুক্তদের ড্রাইভিং লাইসেন্স নম্বর একই হওয়ায় জালিয়াতির প্রমাণ স্পষ্ট।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইএমটি তাদের কাছে অভিযুক্ত ২২ জনের তালিকা পাঠিয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। তারা জরুরি ভিত্তিতে তালিকাভুক্তদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

অভিযুক্তদের নামের তালিকা:

১. তোফাজ্জল মিয়া, ২. মো. জায়েদ সর্দার, ৩. মো. আব্দুল কাদের, ৪. সৈয়দ আবিদুর রহমান, ৫. মোহাম্মদ সুমন,৬. শেখ বদরুল আহমেদ নাদিম, ৭. আরিফ ভূঁইয়া, ৮. আশিকুর রহমান, ৯. মো. আবেদ রেজা, ১০. মো. মনসুর আহমেদ,১১. মো. মাহবুবুর রহমান, ১২. সাইফুল আহমেদ, ১৩. জামাল হোসেন, ১৪. তাহমির আহমেদ রাজু, ১৫. তারেক রহমান,১৬. মো. বায়েজিদ ভূঁইয়া, ১৭. জাবের আলী, ১৮. আব্দুল ওয়াহিদ, ১৯. মো. আসাদুজ্জামান, ২০. মো. ফরহাদ উদ্দিন মজুমদার,২১. ফয়সাল আহমেদ, ২২. রুমোন আকতার।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, অভিযুক্তদের কারণে পুরো কমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষত নতুন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া কঠোর হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

লিসবনের বাংলাদেশি কমিউনিটির কয়েকজন নেতা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলছেন,“প্রবাসী বাংলাদেশিদের সুনাম রক্ষা করতে হলে অবশ্যই নিয়ম মেনে, সঠিক প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা প্রয়োজন।”

ইএমটির নিয়ম অনুযায়ী, পর্তুগালে বৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে হলে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হয়:

বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের মূল কপি

বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কপি

রেসিডেন্স পারমিট

ট্যাক্স নম্বর

মেডিকেল সার্টিফিকেট

উপরোক্ত নথি যাচাইয়ের পরই পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে