ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

পাঠ্যবইয়ে ফের আসছে একগুচ্ছ পরিবর্তন

২০২৫ আগস্ট ২৩ ১১:৫০:২২
পাঠ্যবইয়ে ফের আসছে একগুচ্ছ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্যবইয়ে আসছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, বিষয়গুলো চূড়ান্ত করতে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

গত ১৮ আগস্ট জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। চার সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এবারের সংশোধন-প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে:

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে “জুলাই গণ-অভ্যুত্থান” নিয়ে নতুন অধ্যায়

৭ মার্চের ভাষণ সংক্ষিপ্ত করার প্রস্তাব

শেখ হাসিনার দেশত্যাগ এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট যুক্ত করা

‘রহমানের মা’ গল্পটি নিয়ে পুনর্বিবেচনা

ভাষাগত সমস্যা ও তথ্যগত সংশোধন

সূত্র জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, পাশাপাশি থাকবে ১৯৯০ সালের গণ-আন্দোলনের প্রেক্ষাপট। উচ্চমাধ্যমিক শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়েও সংশ্লিষ্ট বিষয় যোগ করার প্রস্তাব রয়েছে।

অষ্টম শ্রেণির বাংলা বইয়ে থাকা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ অধ্যায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষণ রয়েছে, যা এখন সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা চলছে।অন্যদিকে, দশম শ্রেণির বাংলা বইয়ের জনপ্রিয় গল্প ‘রহমানের মা’-ও পরিবর্তনের তালিকায় রয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী জানান,“পাঠ্যবইয়ে কী কী পরিবর্তন আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটিরও বেশি পাঠ্যবই ছাপা হবে, যার মধ্যে প্রাথমিক স্তরের বই প্রায় ৮ কোটি ৪৯ লাখ এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটির বেশি।

এনসিটিবি সূত্রে জানা গেছে:

প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির বই ছাপার প্রক্রিয়া চূড়ান্ত

অন্যান্য শ্রেণির বইয়ের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ

এখনো ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন বাকি

অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন,“৩০ নভেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে চাই। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে