ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

২০২৫ আগস্ট ২১ ১৩:৫৬:১০
১৫ আগস্ট শোক জানানো সেলিব্রেটিদের নিয়ে যা বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১৫ আগস্ট শোক প্রকাশ করা সেলিব্রেটিদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা “অনুভূতি বিসর্জন” দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন,“এবার ১৫ আগস্টে অনেকে বিভিন্ন পোস্ট দিয়েছেন, কেউ কেউ ‘মহামানব’ বলেও শোক জানিয়েছেন। বিশেষ করে মিডিয়ার কিছু মানুষ, বিভিন্ন সেলিব্রেটি, অভিনেতা-অভিনেত্রী। আমার অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে অনুভূতিশীল মানুষ তারাই, যারা মিডিয়ার সঙ্গে জড়িত। কিন্তু তারা ‘পানি লাগবে পানি’—এই আর্তনাদের প্রতিক্রিয়ায় একটুও নড়েনি। তারা পোস্ট দিচ্ছে, নানা কথা বলছে। কেন দিচ্ছে বুঝতে পারছি। হয়তো তারা তাদের অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন।”

তিনি আরও বলেন,“আমরা নুর-টুকুর সঙ্গে জেল খেটেছি। তারা ডাকসুর নির্বাচিত ভিপি এবং জিএস। অথচ এই ফ্যাসিস্ট সরকার তাদের গায়ে হাত তুলেছে। জেলখানায় তাদের ওপর আঘাত করা হয়েছে।”

রিজভী দাবি করেন,“জুলাই মাসের আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়। এর ভিত্তি তৈরি হয়েছে গত ১৬ বছরের দমন-পীড়নের ওপর। ছাত্রদের হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড—এসব মানুষের মনে দীর্ঘদিনের দ্রোহ তৈরি করেছে। এই দ্রোহই জুলাইয়ে বিস্ফোরিত হয়েছে।”

বিএনপি নেতা বলেন,“শেখ মুজিবুর রহমানের নামে একটি বই তৈরি হয়েছে, যেটি তিনি নিজে লেখেননি। বরং একজন পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা এটি তৈরি করেছেন। এ কাজের জন্য তাদের প্লট ও এক কোটি টাকা করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের অর্থের এই লুটপাট, অনাচার বলে শেষ করা যাবে না। ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এর জন্য মানুষের মধ্যে ক্ষোভ জমেছে।”

রিজভীর অভিযোগ,“সরকারি অর্থ শেখ হাসিনা ব্যবহার করছেন তার দলীয় ও পারিবারিক স্বার্থে। এ কারণেই দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তীব্র হয়েছে, যা প্রকাশ পেয়েছে সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে