ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে বাংলাদেশের আহ্বান 

২০২৫ আগস্ট ২০ ১৯:৩২:৫১
আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে বাংলাদেশের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: ভারতের মাটিতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে থাকা আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক অফিস দ্রুত বন্ধ করতে হবে।

সরকারের দাবি, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক অনেক আ.লীগ নেতা ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা আয়োজনের চেষ্টা করেন এবং সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ পায়। পররাষ্ট্র মন্ত্রণালয় একে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ দলের এই কার্যক্রম শুধু দুই দেশের পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক ক্ষুণ্ন করছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে কলকাতার লাজেপাড়া এলাকায় একটি বাণিজ্যিক ভবনের আটতলায় আ.লীগ নেতারা গোপনে দলীয় কার্যালয় খুলেছেন। বাইরে থেকে সাধারণ অফিসের মতো দেখালেও ভেতরে দলের নিয়মিত বৈঠক হয়। অফিসে কোনো সাইনবোর্ড বা ছবি নেই—সন্দেহ এড়াতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী একসঙ্গে বৈঠক করতে পারেন।

ভারতে পালিয়ে যাওয়া আ.লীগ নেতাদের অনেকেই এখন কলকাতা ও আশপাশে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা। কেউ পরিবার নিয়ে, কেউ বা ভাড়া ফ্ল্যাটে একসঙ্গে থাকছেন। সরকারের হিসাবে অন্তত দুই শতাধিক নেতা ও কর্মী এখন ভারতে অবস্থান করছেন।

দলের সভাপতি শেখ হাসিনা দিল্লি সংলগ্ন এলাকায় থাকেন এবং কলকাতায় অবস্থানরত নেতাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করেন। গত জুলাই মাসেও দিল্লিতে তার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে