ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না

২০২৫ আগস্ট ২০ ১২:৫২:৫৪
আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না

নিজস্ব প্রতিবেদক: মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ খ্যাত অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন চলতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের জুটি ইতোমধ্যে কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন, সেখান থেকেই পরিচয় ও ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। তবে শুরুতে এই বিয়েতে সম্মত ছিলেন না মুনমুন নিজে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে মুনমুন বলেন,“আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না। আম্মু আগেই বলত, নোয়াখালী বা বরিশালের ছেলেদের সঙ্গে আমাকে বিয়ে দেবে না। এমনকি আমার তিন ভাইয়ের কাউকেও ওই এলাকার মেয়েকে বিয়ে করতে দেবে না।”

তবে শেষমেশ পরিবারের সম্মতিতে এবং জামিলের প্রতি বিশ্বাস থেকেই বিয়েতে রাজি হন তিনি।

“আমার আব্বু-আম্মু সবাই বুঝিয়ে বলেছে—জামিল ভালো ছেলে, রাজি হও। তখন ভাবলাম, সব জায়গায়ই তো ভালো-মন্দ মানুষ থাকে। এখন মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল না। জামিল সত্যিই ভালো মানুষ।”

জানা গেছে, জামিলের জন্ম সিলেটে হলেও তার পৈতৃক ভিটা নোয়াখালীতে।

দাম্পত্য জীবনের পাশাপাশি অভিনয়েও সক্রিয় মুনমুন ও জামিল। তাদের নতুন একটি নাটক সম্প্রতি আরটিভিতে প্রচারিত হয়েছে।

ঢাকায় বেড়ে ওঠা মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটিতে যান তিনি।বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করা মুনমুন এখন পর্যন্ত ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং নাটকেও নিজেকে প্রমাণ করেছেন।

মুনমুন বলেন,“বিয়ে হোক বা ক্যারিয়ার—আমি সবসময় চাই নিজের মতো করে এগোতে। সবার কাছে দোয়া চাই, যেন জীবনের নতুন অধ্যায়েও দর্শকদের ভালোবাসা পাই।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে