ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার রিপন মিয়াকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৪৬:৫০
এবার রিপন মিয়াকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: কাঠমিস্ত্রি থেকে কনটেন্ট ক্রিয়েটর হয়ে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া রিপন মিয়া আবারও সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি টেলিভিশন রিপোর্টে তার বিরুদ্ধে মা-বাবাকে অবহেলা ও স্ত্রী-সন্তান অস্বীকারের অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেয়।

তবে এই বিতর্কের জবাব দিতে ঢাকায় সরাসরি হাজির হন রিপন মিয়া, সঙ্গে তার স্ত্রী, দুই সন্তান ও মা। সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় তারা সব অভিযোগ অস্বীকার করেন।

রিপনের স্ত্রী চম্পা বলেন,“মানুষ কী কয় কউক না কউক, আমি হেইসব কথা কানে নেই না। আমি সুখে আছি। রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি।”

তিনি দাবি করেন, অনুমতি ছাড়াই সাংবাদিকরা হঠাৎ ঘরে ঢুকে উল্টো পাল্টা প্রশ্ন করেন, যা তার জন্য অস্বস্তিকর ছিল।

রিপন মিয়া নিজেও এ বিষয়ে বলেন,“দেড় বছর আগে এক ভাইসাবের ভিডিওতে বিয়ে নিয়ে কথা বলছিলাম। ওই সাংবাদিকরা যখন একই প্রশ্ন বারবার করছিলেন, তখন আমি মেজাজ হারিয়ে বলছিলাম—‘আমি বিয়ে করিনি’। কে জানত এই কথা এমন ভাইরাল হবে!”

তিনি দাবি করেন, তাৎক্ষণিক রাগ ও বিরক্তি থেকেই এই মন্তব্য করেছিলেন, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

রিপনের মা ফাতেমা বেগম বলেন,“অনেকেই বলত, ‘তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমারে কী দিছে?’ আমি ভাবছিলাম সাংবাদিকরা সাহায্য করতে আইছে। বুঝি নাই, তারা উল্টো বিপদে ফেলছে। লোভে পড়ে আমার ছেলেরে কষ্ট দিছি।”

তিনি আরও বলেন, শুধু রিপন নয়, তার অন্য ছেলেরাও মা-বাবার খোঁজখবর রাখেন।

মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়—রিপন মিয়া তার স্ত্রী ও সন্তানদের অস্বীকার করেছেন এবং মা-বাবার খোঁজখবরও রাখেন না। রিপোর্টে তার মায়ের একটি সাক্ষাৎকারও দেখানো হয়, যেখানে তিনি বলেছিলেন,“আমরা গরিব, তাই হয়তো ও এখন পরিচয় দিতে চায় না।”

প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে