ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি গমনেচ্ছুদের জন্য সুখবর

২০২৫ আগস্ট ২০ ০৮:১৩:১২
সৌদি গমনেচ্ছুদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। রাউন্ড-ট্রিপ ও ট্রানজিট ফ্লাইটে টিকিটের ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি। এই অফারটি ব্যবসায়িক শ্রেণি এবং সাধারণ যাত্রী শ্রেণি—উভয়ের জন্যই প্রযোজ্য।

টিকিট বুকিং করা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয়কেন্দ্র থেকে।

বুকিং সময়সীমা: ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫

ভ্রমণের সময়কাল: ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫

বিশেষভাবে, ট্রানজিট যাত্রীরা ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধা পাবেন, যা স্বয়ংক্রিয়ভাবে টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে তারা ওমরাহ আদায় করার পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে