ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

২০২৫ আগস্ট ১৯ ১২:৫১:৪৭
বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক: বহুল পরিচিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আগামী বছর থেকে মেলার নতুন নাম হবে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’, যেখানে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়া হবে।

সোমবার (১৮ আগস্ট) ইপিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৯৫ সাল থেকে আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য ছিল—দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের সমন্বয়ে মানসম্পন্ন পণ্য, প্রযুক্তি এবং ব্র্যান্ড উপস্থাপন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশগ্রহণ করছে। এর ফলে—

পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না

বিদেশি ব্র্যান্ড বা প্রকৃত ম্যানুফ্যাকচারার অনুপস্থিত

ক্রেতা প্রতারণার শিকার হচ্ছে

আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে

এই প্রেক্ষাপটে ‘আন্তর্জাতিক’ ট্যাগটি বাস্তবতা বহন করছে না বলে ইপিবি মনে করছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও মেলা ক্যালেন্ডার

পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, তুরস্ক, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের স্টলগুলো নতুন নামের মেলাতেও অংশ নিতে পারবে বলে জানানো হয়েছে।

রপ্তানিমুখী শিল্পের বাজার সম্প্রসারণ এবং বহুমুখীকরণ কৌশলের অংশ হিসেবে ইপিবি একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের উদ্যোগ নিয়েছে।পরিচালনা পর্ষদ ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ শীর্ষক মেলা আগামী নভেম্বর মাসে আয়োজনের অনুমোদন দিয়েছে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন—“সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি তৈরি হবে না। দূতাবাসগুলোর মাধ্যমে এই মেলার প্রচারণা বাড়াতে হবে।”

মেলার নাম পরিবর্তনের বিরোধিতা করেছেন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য। তবে ইপিবির চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ সিদ্ধান্তে অনড় ছিলেন।

শেখ বশিরউদ্দীন বলেন—“প্রতিটি মেলার বিশ্লেষণ থাকা উচিত। শুধু অংশগ্রহণ নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়ন নিশ্চিত করা।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে