ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

২০২৫ আগস্ট ১৯ ১১:৪৫:১৫
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে, তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সিআইডির পরিদর্শক খান মো. এরফান।

নাসির উদ্দিনকে আদালতের এজলাসে তোলার সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো ছিল। এ সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী আসফিয়া উদ্দিন স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। আদালতের ভেতরে বেঞ্চে বসে তিনি অশ্রুসিক্ত চোখে শুনানি পর্যবেক্ষণ করেন।

বাদীপক্ষে মোছা. হাবিবা বলেন,“এই আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘরানার মিডিয়া সন্ত্রাসী। ফ্যাসিস্ট শাসক হাসিনার সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত। সর্বোচ্চ রিমান্ড চাই।”

আসামিপক্ষে মোছা. ফারজানা আক্তার বলেন,“হলফনামায় তথ্যগত ভুলে তার নাম এসেছে। তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।”

রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি দেন। তবে শুনানির একপর্যায়ে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবী তর্কে জড়িয়ে পড়েন, যা এজলাসে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরও আদালতের বাইরে বিএনপি-ঘনিষ্ঠ আইনজীবীদের মাঝে বাকবিতণ্ডা চলতে থাকে।

শুনানির পুরো সময়টিতে আসফিয়া উদ্দিন আদালতে বসে কাঁদতে থাকেন, আর নাসির উদ্দিন ছিলেন হাস্যোজ্জ্বল ও শান্ত। তিনি স্ত্রীসহ স্বজনদের সান্ত্বনা দেন।

এর আগে গত রোববার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে