ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

নিউইয়র্কে নিহত দিদারুলের পরিবারের জন্য বিধাতা রাখলেন চমক

২০২৫ আগস্ট ১৯ ১৩:৪০:৪৯
নিউইয়র্কে নিহত দিদারুলের পরিবারের জন্য বিধাতা রাখলেন চমক

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন প্রাণ। মৃত্যুর ২২ দিন পর, রোববার (১৭ আগস্ট) নিউইয়র্কের একটি হাসপাতালে তার স্ত্রী জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

সন্তান জন্মের দিনই নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস হসপিটালে গিয়ে দিদারুলের পরিবারের সঙ্গে দেখা করেন। সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার জানান—“প্রয়াত অফিসার দিদারুলের পরিবারকে সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।”

দিদারুল ইসলাম ছিলেন মৌলভীবাজার জেলার সন্তান।তিনি এনওয়াইপিডি’র ৪৭তম প্রেসিংকটে সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন।

গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন, যাদের একজন ছিলেন দিদারুল।

হামলার পর, ৩১ জুলাই দিদারুলকে মরণোত্তর ‘ডিটেকটিভ’ পদে পদোন্নতি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সম্মানের সাথে নিউ জার্সিতে দাফন করা হয়।

দিদারুলের পরিবার ইতোমধ্যে দুই সন্তানের জনক-জননী ছিলেন। নতুন এই পুত্রসন্তান যেন একটি কঠিন অধ্যায়ের মাঝেও এক নতুন আশার প্রতীক হয়ে এসেছে তাদের জীবনে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে