ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক ছাত্রের ভিসা বাতিল

২০২৫ আগস্ট ১৯ ০৮:৫৮:৩৩
যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক ছাত্রের ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাতিল হওয়া ভিসাগুলোর পেছনে বেশ কিছু গুরুতর কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে মার্কিন আইন লঙ্ঘন, হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থন। তবে সুনির্দিষ্ট কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি গ্রহণ করায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ উঠেছে, কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

একই সময়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক চরম দক্ষিণপন্থী প্রভাবশালী ব্যক্তির পোস্টের পরিপ্রেক্ষিতে গাজার বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অস্থায়ী চিকিৎসা ও মানবিক ভিসা প্রদানের নীতিমালা সম্পূর্ণরূপে পর্যালোচনা করছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা বন্ধ থাকবে।

মার্কিন কর্তৃপক্ষ বাতিল হওয়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও গভীরভাবে পরীক্ষা করেছে। তদন্তে যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন কোনো পোস্ট পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন যে, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অতিথি হিসেবে থাকা শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষার পরিবেশ বিঘ্নিত করে, তাহলে তাদের ভিসা বাতিল করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে