ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: সামিরা মাহি

২০২৫ আগস্ট ১৬ ২১:৩০:৪৯
আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: সামিরা মাহি

বিনোদন প্রতিবেদক: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে একাধিক নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার নতুন নাটক ‘বকুল ফুল’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তিনি ধারাবাহিক নাটকেও কাজ করছেন।

সাম্প্রতিক সময়ে মাহির কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। অনেকেই তাকে পর্নস্টার মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন। এই মন্তব্য নিয়ে মাহি একটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।

মাহি বলেন, “যারা এই ধরনের সমালোচনা করেন, তাদের নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি জানি না, এই তুলনির সিগনেচার কে তৈরি করেছে। চশমা পরলেই কি আমাকে অন্য কারও মতো দেখতে হবে? আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশে বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত মানুষই এমন ছবি দেখে এই ধরনের ভাবনা পোষণ করছে। আমি অন্য কোনো কারণ খুঁজে পাইনি।”

তিনি আরও যোগ করেন, “একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি শেয়ার করতে পারে, মানুষ তখন মন্তব্য করতে পারে। কিন্তু এই ধরনের অসভ্যতা ও স্টুপিডিটি কোনোভাবেই মানা যায় না। আগে আমার বর্ণ বা পোশাক নিয়েও অকারণ সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে কেন নেগেটিভ মন্তব্য হচ্ছে, তা আমি বুঝি না। আমি যে ছবি তুলেছি, সেটার উদ্দেশ্য মিয়া খলিফার সঙ্গে তুলনা করা নয়। তার জীবন, পেশা ও সিদ্ধান্ত আলাদা। আমাকে তার সঙ্গে নেগেটিভভাবে তুলনা করা যায় না।”

মাহি বলেন, “এটি শুধু একটি নাটকের অংশ। যেটা হয়েছে, তাতে আমি নিজের দোষ দেখছি না। সবার দৃষ্টিভঙ্গি আমি ঠিক করতে পারব না।”

তিনি জানান, ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের অংশ, যা পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে