ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

ভিডিও কল আর তারপর যা ঘটলো ধানমন্ডি ৩২-এ

২০২৫ আগস্ট ১৫ ১১:৪৩:৪৬
ভিডিও কল আর তারপর যা ঘটলো ধানমন্ডি ৩২-এ

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র ও সাধারণ জনগণ। এ সময় আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কলে কারও সঙ্গে কথা বলছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেলে উপস্থিত কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। বিক্ষুব্ধদের দাবি, ওই ব্যক্তির নিজের ফোনেও একই ধরনের ছবি ছিল।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ভ্যানে তুলে নিয়ে যায়।

এ সময় বিক্ষুব্ধ একজন বলেন, “আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে আওয়ামী লীগের লোকজন কোনো অঘটন ঘটাতে না পারে। তাদের চিনে রাখতে হবে।”

রাত ৯টার দিকে একই এলাকায় আরও একজনকে মারধরের ঘটনা ঘটে। তাকেও পুলিশ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে ছেড়ে দেওয়া হবে। অপরাধের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে এসব ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে