ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী

২০২৫ আগস্ট ১৫ ১১:৪০:৩৪
জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান।

কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, মোশাররফ হোসেন কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তাঁর পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।

এর আগে, ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে সব মামলায় জামিন পাওয়ার পর সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন পেয়ে তিনি মুক্তি পান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে