ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে

২০২৫ আগস্ট ১৪ ২৩:০৩:৪৯
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। যা প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। মাসটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনৈতিক শক্তি সৌদি আরব থেকে। তবে এর আগের মাস জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল আরও বেশি—২৮২ কোটি ২৫ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন সর্বাধিক ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার। এর পরের অবস্থান সংযুক্ত আরব আমিরাতের, যেখান থেকে এসেছে ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার। তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য—২৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২২ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার। শীর্ষ তালিকার বাকি দেশগুলো হলো—ইতালি (১৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার), ওমান (১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার), কুয়েত (১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার), সিঙ্গাপুর (৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার) ও কাতার।

এছাড়া অন্যান্য দেশের মধ্যে জুলাই মাসে বাহরাইন থেকে এসেছে ৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার ডলার, দক্ষিণ আফ্রিকা থেকে ৪ কোটি ২৬ লাখ ১০ হাজার, ফ্রান্স থেকে ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার, দক্ষিণ কোরিয়া থেকে ২ কোটি ১১ লাখ ২০ হাজার, গ্রিস থেকে ১ কোটি ৬৬ লাখ, জর্ডান থেকে ১ কোটি ৬০ লাখ ৬০ হাজার এবং কানাডা থেকে এসেছে ১ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স।

গত জুন মাসে দেশে এসেছিল ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বাধিক ৪৬ কোটি ৯০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাজ্য (৩৬ কোটি ২০ লাখ ৬০ হাজার), তৃতীয় স্থানে মালয়েশিয়া (৩৫ কোটি ৮৮ লাখ), চতুর্থ স্থানে আরব আমিরাত (৩২ কোটি ৩৯ লাখ ১০ হাজার) এবং পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্র (২৩ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার)। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে—ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স। সৌদি আরব থেকে এসেছে সর্বাধিক ৫৩ কোটি ৩৪ লাখ ডলার। দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত (৩৫ কোটি ১৫ লাখ) এবং তৃতীয় স্থানে যুক্তরাজ্য (৩৪ কোটি ৬৮ লাখ)। এরপর রয়েছে মালয়েশিয়া (৩৪ কোটি) এবং যুক্তরাষ্ট্র (২২ কোটি ৩৬ লাখ)। অন্যান্য শীর্ষ দেশের মধ্যে ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স।

এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স। সৌদি প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ৪৯ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে (৩৭ কোটি ২১ লাখ ৭০ হাজার)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকেও এ মাসে এসেছে উল্লেখযোগ্য রেমিট্যান্স।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে