ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তারা

২০২৫ আগস্ট ১৩ ১৭:০৭:৫৫
শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘নীলাচল শ্রমজীবী সমবায় সমিতি’ নামে একটি সমবায় প্রতিষ্ঠান শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতারিত গ্রাহকরা দিশেহারা হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

২০২০ সালে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় প্রতিষ্ঠিত হয় এই সমিতি। ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন মাইনুদ্দিন খান জয়, সাধারণ সম্পাদক মো. সবুজ এবং কোষাধ্যক্ষ মো. জিকু। তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে সঞ্চয়, এফডিআর এবং ঋণ লেনদেনের মাধ্যমে টাকা গ্রহণ করা হয়।

স্থানীয় মোহাম্মদ শাহিন জানান, তার একাধিক পরিবারের সদস্য মিলিয়ে সমিতিতে মোট ৭ লাখ ৪৯ হাজার টাকা জমা ছিল। বর্তমানে সেই টাকার কোনো হদিস নেই, বরং দাবি করলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। একইভাবে, আরেক ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, তিনি ২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন এবং এখন পরিবার নিয়ে চরম দুরবস্থায় আছেন।

রূপগঞ্জ উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ৭০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় পৌনে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আরও অনেক গ্রাহক এ চক্রের হাতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গ্রাহকদের দাবি, দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে টাকা ফেরত নিশ্চিত করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধে কঠোর নজরদারি ও লাইসেন্স যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করা হোক।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে