ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

পরিচয় লুকিয়ে কলকাতায় চলছে আ. লীগের গোপন মিশন

২০২৫ আগস্ট ০৮ ১১:৫৮:৫৯
পরিচয় লুকিয়ে কলকাতায় চলছে আ. লীগের গোপন মিশন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক শাসকদল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের কলকাতায় গোপনে একটি দলীয় দপ্তর চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। শহরের এক বাণিজ্যিক কমপ্লেক্সে এই অফিসটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে বাইরে থেকে রাজনৈতিক কার্যালয় বলে বোঝা না যায়। কোনো সাইনবোর্ড, ছবি বা ব্যানারও নেই।

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা প্রথমে ব্যক্তিগত বাসা, ফ্ল্যাট ও রেস্তোরাঁয় বৈঠক করতেন। পরে সাংগঠনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে কমপ্লেক্সটির একটি অফিস ভাড়া নেওয়া হয়।

প্রায় ২,৫০০–২,৬০০ বর্গফুট আয়তনের কক্ষে একসঙ্গে ৩০–৩৫ জন বসতে পারেন। বড় বৈঠক হলে এখনো রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল ভাড়া নেওয়া হয়। দলের এক নেতা জানিয়েছেন, গোপনীয়তা রক্ষায় অফিসে কোনো রাজনৈতিক চিহ্ন রাখা হয়নি। পূর্ববর্তী ভাড়াটেদের রেখে যাওয়া আসবাবই ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে কলকাতা ও আশপাশে অবস্থান করছেন আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জেলা–উপজেলা পর্যায়ের নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবীরা। কেউ সপরিবারে বসবাস করছেন, আবার কেউ দলবদ্ধভাবে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছেন। অনেকে সেখান থেকে বিদেশেও চলে গেছেন।

দপ্তরের নির্দিষ্ট সময়সূচি নেই; প্রয়োজন অনুযায়ী নেতারা সেখানে বৈঠক করেন। সাধারণ কর্মীদের অনেকে এই দপ্তরের অস্তিত্ব সম্পর্কেও অবগত নন। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই ধরনের কার্যক্রম চালানো সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। দপ্তরের কার্যক্রম গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে বলেও কলকাতার রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বাইরে এ ধরনের দপ্তর চালু করা হতে পারে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি সাংগঠনিক কৌশলের অংশ। তবে গোপনীয়তার এই ধরন ভবিষ্যতে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে