ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

অর্থবছরের শুরুতেই রপ্তানিতে চমক, প্রবৃদ্ধি প্রায় ২৫  শতাংশ

২০২৫ আগস্ট ০৪ ১৮:২৩:১১
অর্থবছরের শুরুতেই রপ্তানিতে চমক, প্রবৃদ্ধি প্রায় ২৫  শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রপ্তানি খাতে নতুন অর্থবছর ২০২৫-২৬ শুরু হয়েছে দৃঢ় প্রবৃদ্ধির মাধ্যমে। অর্থবছরের প্রথম মাসেই দেশের রপ্তানি আয় ছুঁয়েছে ৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় এক চতুর্থাংশ বা ২৪. ৯০ শতাংশ বেশি। এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয় ছিল ৩.৮২ বিলিয়ন ডলার। সে তুলনায় এবার জুলাই মাসে আয় বেড়েছে প্রায় ৯৬০ মিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধি দেশের রপ্তানি শিল্পের জন্য নতুন আশাবাদ তৈরি করেছে, বিশেষ করে যখন গত কয়েক মাসে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অর্ডার সংকোচন এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকটের কারণে রপ্তানি খাত চাপে ছিল।

২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ছিল ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪-এর ৪৪.৪৭ বিলিয়নের তুলনায় ৮.৫৫ শতাংশ বেশি। যদিও অর্থবছরের শেষ মাস জুনে রপ্তানিতে কিছুটা পতন দেখা দেয়। ওই মাসে রপ্তানি আয় ৭.৫৫ শতাংশ কমে যায়, যা খাত সংশ্লিষ্টদের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

রপ্তানিকারকদের মতে, জুলাই মাসে এই শক্তিশালী প্রত্যাবর্তন প্রমাণ করে যে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান এখনও প্রতিযোগিতামূলক। পোশাক খাত ছাড়াও অন্যান্য খাত যেমন চামড়া, হিমায়িত খাদ্য, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতেও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই গতি ধরে রাখতে হলে: রপ্তানি খাতে বৈচিত্র্য ও উদ্ভাবন আনতে হবে, বিদ্যুৎ ও জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে হবে, ব্যবসাবান্ধব নীতিমালা ও শুল্ক কাঠামোতে স্থিরতা বজায় রাখতে হবে এবং বিকল্প বাজারে প্রবেশ ও অনলাইন বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আশা করছে, যদি এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে এবং নীতিনির্ধারকরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, তবে ২০২৫-২৬ অর্থবছর শেষে রপ্তানি আয় ৫৫ বিলিয়ন ডলার ছুঁতে পারে। এটি হবে দেশের রপ্তানি ইতিহাসে নতুন মাইলফলক।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে