ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় সুবর্ণ সুযোগ

২০২৫ আগস্ট ০৪ ১৬:০০:৪১
শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় সুবর্ণ সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৯ শতাংশ বাড়িয়ে প্রায় ২ লাখ ৯৫ হাজার করবে অস্ট্রেলিয়া। সোমবার দেশটির সরকার এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

এই বাড়তি সুযোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।বর্তমানে অভ্যন্তরীণ আবাসন সংকট ও ভাড়া বাড়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ২০২৫ সালের জন্য ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর সীমা নির্ধারণ করেছিল।

সরকার বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে এবং সে কারণেই আগামী বছরে আরও ২৫ হাজার আসন বাড়ানো সম্ভব হচ্ছে।

২০২৩ অর্থবছরে কোভিড-পরবর্তী সময়ে প্রায় ৬ লাখ শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা পেয়েছে, যার বড় অংশ ছিল চীন ও ভারত থেকে আগত।

তবে এই শিক্ষার্থী প্রবাহকে ভারসাম্য রাখতে দেশটির সরকার ২০২৪ সালে শিক্ষার্থী ভিসা ফি দ্বিগুণের বেশি বাড়িয়েছে এবং শিক্ষার্থীদের দেশটিতে দীর্ঘ সময় থাকার সুযোগ কমাতে নতুন নিয়ম চালু করেছে।

অস্ট্রেলিয়ার লেবার সরকার চায় চীনের ওপর নির্ভরতা কমিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে