ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ শীর্ষ নেতা

২০২৫ আগস্ট ০৫ ১২:২৪:৫৮
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পাঁচ নেতা অংশ নিচ্ছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা—মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।তথ্যটি সোমবার (৪ আগস্ট) নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন:“উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের রায় ও সমর্থন।”

তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পরিকল্পনা দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। জনগণের রায়েই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা দ্রুত বাস্তবায়ন শুরু করবে।

পরিবেশ রক্ষায় বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন:“আগামী পাঁচ বছরে আমাদের লক্ষ্য ২৫-৩০ কোটি গাছ লাগানো। এই গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও দেশকে রক্ষা করবে।”

তারেক রহমান আরও বলেন:“গত ১৫-১৭ বছরে রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা নির্যাতিত হয়েছেন, তাদের প্রকৃত সম্মান জানাতে হলে আমাদের সেই স্বপ্ন পূরণের পথে এগোতে হবে। সেই প্রত্যাশাই বাস্তবায়নের মাধ্যমে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে