ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যাংকের বোর্ড কার্যবিবরণী তৈরিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

২০২৫ আগস্ট ০৪ ১৮:৩২:৫০
ব্যাংকের বোর্ড কার্যবিবরণী তৈরিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক পরিচালনা পর্ষদ এবং সহায়ক কমিটির সভায় কোনো পরিচালক ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিলে তা সভার কার্যবিবরণীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদ বা কমিটির সভায় উপস্থাপিত যেকোনো এজেন্ডা বা আলোচ্য বিষয়ের ওপর পরিচালকদের আলোচনা, মতামত, সুপারিশ, পর্যবেক্ষণ এবং ভিন্নমত স্পষ্টভাবে ও বিস্তারিতভাবে কার্যবিবরণীতে লিপিবদ্ধ করতে হবে।

একইসঙ্গে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক সভায় উপস্থিত থাকেন, তাহলে তাঁর মতামত বা পর্যবেক্ষণও সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এর আগেও—২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা বিআরপিডি সার্কুলার নং-০২-এর মাধ্যমে বোর্ড সভার কার্যবিবরণী সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে বাস্তবে অনেক ব্যাংক এসব নির্দেশনা অনুসরণ করছে না। সভার আলোচনার মূল বিষয় বা পরিচালকদের মতামত যথাযথভাবে লিপিবদ্ধ না হওয়ায়, পরিচালনা পর্ষদের কার্যকর অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নং-০২-এর অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এই পদক্ষেপ ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে