ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের কারণ জানালেন হান্নান মাসউদ

২০২৫ আগস্ট ০৫ ১০:৫২:২৮
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের কারণ জানালেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন।

অনুষ্ঠানে বিএনপিসহ অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো উপস্থিত থাকবে। তবে এনসিপি-র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। তবে শুনেছি অভ্যুত্থানের বৈধ সমন্বয়কারী ১৫৮ জনকেই দাওয়াত দেওয়া হয়নি। হয়তো কিছু আসন থাকবে, কিন্তু শহীদ পরিবার ও প্রকৃত নেতৃত্বদানকারীদের স্থান হবে কি না, তা নিশ্চিত না।”

তিনি আরও লিখেছেন, “যারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের যথাযথ সম্মান না দিলে আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান বর্জন করব।”

এদিন মানিক মিয়া অ্যাভিনিউ-তেও পালিত হবে ‘৩৬ জুলাই’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে, সংসদ সচিবালয়ের সহযোগিতায়। মন্ত্রণালয় এরই মধ্যে দিনব্যাপী আয়োজনের একটি ফটোকার্ড প্রকাশ করেছে।

ঐতিহাসিক এই দিবস উপলক্ষে দেশের শিশু, কিশোর, তরুণ ও সব বয়সী নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে