ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

পিটার হাসের সাথে এনসিপির গোপন বৈঠক নিয়ে রহস্য

২০২৫ আগস্ট ০৫ ১৫:১৪:০০
পিটার হাসের সাথে এনসিপির গোপন বৈঠক নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চার শীর্ষ নেতা হঠাৎ করেই গোপনে কক্সবাজারে পৌঁছেছেন। বিভিন্ন গোয়েন্দা ও নির্ভরযোগ্য সূত্রের দাবি, তাদের এই সফরের পেছনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য বৈঠক রয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে।

কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন:তাসনিম জারা,হাসনাত আবদুল্লাহ,সারজিস আলম,নাসির উদ্দিন পাটোয়ারী

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরের একাধিক ফ্লাইট এজেন্সি কর্মকর্তা তাদের আগমনের সত্যতা নিশ্চিত করেছেন।

নেতারা অবস্থান করছেন ইনানীতে অবস্থিত পাঁচতারকা হোটেল সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ)-এ।

হোটেলের এক কর্মকর্তা জানান:“কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর হঠাৎ করেই এনসিপির চার নেতা হোটেলে প্রবেশ করেন।”তবে পিটার হাসের উপস্থিতি নিয়ে কোনো কর্মকর্তা নিশ্চিত মন্তব্য করতে রাজি হননি।

এক কর্মকর্তা জানান, “পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি নিজে পিটার হাস কি না, নিশ্চিত নই।”বিমানবন্দর সূত্র অনুযায়ী, পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ছেড়েছেন, এবং তার ফেরার কোনো রেকর্ড নেই।

অন্য একটি সূত্র দাবি করছে, পিটার হাসের নাম ব্যবহার করে অন্য একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠক হয়েছে।

এনসিপির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে দলের একজন সিনিয়র নেতা জানান:“পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে।”

বিমানবন্দর সূত্র আরও জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এনসিপির এই চার নেতা কক্সবাজার ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে