ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

২০২৫ আগস্ট ০৫ ১৭:২৪:৩৯
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন তিনি।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পোঁছান প্রধান উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রবল গণআন্দোলনের মুখে এক বছর আগে আজকের এই দিনে শেখ হাসিনার সুদীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার যে আন্দোলন পরিচিতি পেয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে। তারই প্রথম বার্ষিকী ‘৩৬ জুলাই’ আজ মঙ্গলবার। বাঙালি জাতির জন্য স্মরণীয় একটি দিন।

দিনটির স্মরণে রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। এ দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ড্রোন শো।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ জমে উঠেছে। বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজারো ছাত্র-জনতা।

তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মাতছেন। অনুষ্ঠান উদযাপন সকল শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে