ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা

২০২৫ আগস্ট ০৫ ১২:৩১:৫৬
বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কার্ড স্কিম ‘টাকা-পে’-এর নামে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে জনগণের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের অপচেষ্টা চালানো হচ্ছে—এমন সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাকা-পে হলো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটি জাতীয় কার্ড স্কিম, যার উদ্দেশ্য হচ্ছে কার্ডভিত্তিক লেনদেনে ব্যয় সাশ্রয়, দেশীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার ব্যবহার হ্রাস। বর্তমানে ১৫টি তফসিলি ব্যাংক এই কার্ড সরবরাহ করছে।

সম্প্রতিwww.takapaycard.com নামে একটি ভুয়া ওয়েবসাইট চালু হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের টাকা-পে ও এনপিএসপি লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে জনগণের গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, টাকা-পে’র কোনো ওয়েবসাইট বা অ্যাপ এই মুহূর্তে চালু নেই।

এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারাও লঙ্ঘন করা হয়েছে, যার আওতায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কেউ আর্থিক লেনদেন, বিনিয়োগ গ্রহণ কিংবা ঋণ প্রদান করতে পারে না।

বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে, যেন তারা এই ধরনের ভুয়া ওয়েবসাইটে কোনো তথ্য প্রদান না করেন এবং কোনো আর্থিক লেনদেনে অংশ না নেন। এসব সাইটে তথ্য দিলে আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে যেকোনো তথ্য নিশ্চিত করতে ভিজিট করুন:https://www.bb.org.bd

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে