ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানকে মৃত উদ্ধার

২০২৫ আগস্ট ০৪ ১৫:৩৯:২৮
চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানকে মৃত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, হারুন-অর-রশীদ গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। দীর্ঘসময় কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ক্লাবের কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসকদের উপস্থিতিতে কক্ষ খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থলে পৌঁছানো চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক দল তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, "প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত তিনি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।"

লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশীদ বাংলাদেশের একজন বিশিষ্ট সামরিক কর্মকর্তা ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা এই সেনানায়ক পরবর্তীতে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশ নেন।

সাবেক সেনাপ্রধানের মৃত্যুতে সেনাবাহিনীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে