ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানালেন গভর্নর

২০২৫ আগস্ট ০১ ০৯:৫৩:২৭
দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানালেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্যাংক দুটির ওপর থাকা ঋণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, “এই দুটি ব্যাংক আশানুরূপ অগ্রগতি করছে এবং তারা নতুন করে কোনো আর্থিক সহায়তা চায়নি। ব্যাংক দুটির সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে তাদের ওপর আরোপিত বিধিনিষেধগুলো তুলে নেওয়া হবে।”

গভর্নর আরও জানান, যেসব ব্যাংক একাধিকবার সুযোগ পেয়েও আর্থিক অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়েছে, সেসব ব্যাংকের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় ধাপে ধাপে ১৫ থেকে ২০টি দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে।”

এর অংশ হিসেবে ইতোমধ্যেই পদ্মা ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ড. আহসান এইচ মনসুর আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর ১৪টি ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। যেসব ব্যাংক এরপরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হবে, সেগুলোকে ধাপে ধাপে একীভূত করা হবে বলেও জানান তিনি।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে