ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

নাশতা নেননি কিন্তু ট্রাম্পের শুল্ক বাণিজ্যে বাজিমাত করেছেন যিনি

২০২৫ আগস্ট ০১ ১৮:০৩:১৭
নাশতা নেননি কিন্তু ট্রাম্পের শুল্ক বাণিজ্যে বাজিমাত করেছেন যিনি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক হ্রাসের আলোচনায় সাফল্যের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে আরও সেবা দিতে পারেন।’

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “আমি প্রধান উপদেষ্টার নির্দেশে শেখ বশিরউদ্দীনসহ সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদের জন্য মনোনীত কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই। তখন তিনি ভোলায় ব্যবসায়িক সফরে ছিলেন। পরে আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ে দেখা করি। প্রথম সাক্ষাৎেই তার মধ্যে দেশপ্রেম, বিশ্লেষণী দক্ষতা ও যুক্তিহীনতা সহ্য না করার মনোভাব স্পষ্ট হয়ে ওঠে।”

তিনি আরও যোগ করেন, “নাশতার আয়োজন থাকলেও তিনি বিনয়ের সঙ্গে তা গ্রহণ করেননি, যা তার ব্যক্তিত্বের পরিচায়ক।”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা আলোচনার পর তারা বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। এতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। তবে আমরা আশা করেছিলাম শুল্ক আরও কমবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বাণিজ্য উপদেষ্টার এই প্রতিক্রিয়া প্রকাশ করেন।

বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন আলোচনায় শেখ বশিরউদ্দীন সফলভাবে তার দায়িত্ব পালন করেছেন। যারা তার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতেন, তারা হতাশ হয়েছেন।”

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে, প্রধান উপদেষ্টা তাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন—হোক তা সরকারে বা বেসরকারি খাতে—তিনি যেন দেশের জন্য কাজ করে যেতে পারেন।’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে