ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

সিটি ব্যাংকের নতুন প্ল্যাটফর্মে চমক

২০২৫ জুলাই ২৯ ১৭:১১:৪৬
সিটি ব্যাংকের নতুন প্ল্যাটফর্মে চমক

নিজস্ব প্রতিবেদক: সিটি ব্যাংক আধুনিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে চালু করেছে নতুন ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম ‘সিটি ইমপেক্স’।মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৎকালীন চেয়ারম্যান আজিজ আল কায়সার, বর্তমান চেয়ারম্যান হোসেন খালেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেড সার্ভিসেস প্রধান ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংক প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি ইমপেক্সের মাধ্যমে গ্রাহকরা এখন ব্যাংকে না এসেই যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনে ট্রেড (আমদানি ও রপ্তানি) সংক্রান্ত ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

সুবিধাসমূহের মধ্যে রয়েছে:

ট্রানজেকশন রিপোর্ট দেখার সুবিধা

আমদানি-রপ্তানি আদেশ জমা

সুইফট (SWIFT) মেসেজ সংযুক্তি

রিয়েল-টাইম ট্রানজেকশন অ্যালার্ট

লিমিট পর্যবেক্ষণ

লেনদেনের ভাউচার ও ডকুমেন্ট সংরক্ষণ ইত্যাদি।

ব্যাংকটির দাবি, ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা আরও স্বচ্ছ, দ্রুত ও ঝামেলাবিহীন ট্রেড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ব্যবসায়ীদের সময় ও খরচ বাঁচিয়ে এই সেবা দেশে-বিদেশে ট্রেডিং কার্যক্রম আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে