ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

সচিবালয়ে উমামা ফাতেমার পদচারণা নিয়ে তুষারের প্রশ্ন

২০২৫ জুলাই ৩০ ১২:৩০:১২
সচিবালয়ে উমামা ফাতেমার পদচারণা নিয়ে তুষারের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক একটি টক শোতে ডা. আব্দুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার সচিবালয়ে উপস্থিতি এবং কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন, সচিবালয়ে উমামা ফাতেমার কী কাজ ছিল এবং তিনি কেন সেখানে যেতেন।

ডা. তুষার বলেন, "আমরা কিন্তু উমামাকেও বেশ কয়েকবার দেখেছি সে সচিবালয়ে ঘুরছে। তো ধরেন, সচিবালয়ে সে কী করত? সেখানে তার কী কাজ ছিল?" তিনি আরও প্রশ্ন তুলেছেন, উমামা ফাতেমা কোনো সরকারি নীতিমালা প্রণয়নের কমিটি বা কমিশনের সদস্য ছিলেন কি না, যার জন্য তাকে সচিবালয়ে প্রবেশের প্রয়োজন হয়েছিল।

তিনি উল্লেখ করেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে তিনি উমামা ফাতেমার সচিবালয়ে একা ঘোরার ছবি দেখেছেন, যেখানে সাধারণত বাহিনীর প্রবেশাধিকার নেই। এ বিষয়ে তিনি বলেছেন, "এই তদবির, এই বিষয়গুলি শুরু হয়েছিল।"

উল্লেখ্য, গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি তিনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি এক ফেসবুক লাইভে আন্দোলনকে 'মানি মেকিং মেশিনে' পরিণত করার অভিযোগ তোলেন এবং সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও দখলের ঘটনাগুলো তুলে ধরেন। তিনি জানান, ৫ আগস্টের পর থেকেই সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় দখলের ঘটনা ঘটে, যা তাকে বিস্মিত করেছিল।

উমামা আরও অভিযোগ করেন, আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেয়ার রোডের উপদেষ্টা সদস্যদের বাসভবনে নেওয়া হতো এবং তিনি এই প্রক্রিয়ায় নিজেকে বিচ্ছিন্ন অনুভব করতেন।

ডা. তুষারের এই প্রশ্ন ও অভিযোগগুলো ছাত্র আন্দোলনের নেতাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে