ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

এক বছর পর ভাইয়ের পোস্টে যা লিখলেন স্নিগ্ধ

২০২৫ জুলাই ১৫ ১৪:০৮:৪৯
এক বছর পর ভাইয়ের পোস্টে যা লিখলেন স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধের একটি পুরোনো পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মুগ্ধের স্মরণে তিনি লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই।’

গত বছরের ১৫ জুলাই, চলমান আন্দোলনের সময় মুগ্ধ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি দেওয়া হয়েছিল ‘থটস বিহাইন্ড দ্য কেইউ’ নামের একটি ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা ছিল— ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় রাত। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা।’ পোস্টের সঙ্গে একটি প্রতিবাদী মুহূর্তের ছবি যুক্ত ছিল।

মুগ্ধ সেই পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে মন্তব্য করেছিলেন— ‘আমি সত্যিই চাই, আমি যদি এখন খুলনায় থাকতাম।’ এক বছর পর ভাইয়ের সেই আবেগঘন কথাগুলো স্মরণ করে স্নিগ্ধ পোস্টটি ফের শেয়ার করে লিখেছেন, ‘তুমি এখন সারা বাংলাদেশে আছো ভাই।’

ভাই হারানোর শোক আর গর্ব মিশ্রিত এই বার্তাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করছেন, মুগ্ধ শুধু তার ভাইয়ের নয়, আজ বাংলাদেশের লাখো তরুণের প্রতীক হয়ে উঠেছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে