ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

আট খাতের শেয়ারে দুর্দান্ত পারফরম্যান্স: বিনিয়োগকারীদের মুখে হাসি

২০২৫ জুলাই ১২ ২১:২১:৫৫
আট খাতের শেয়ারে দুর্দান্ত পারফরম্যান্স: বিনিয়োগকারীদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১০ জুলাই’২৫) সপ্তাহটি ছিল ইতিবাচক। সপ্তাজুড়েই ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহটিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ১৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে।

এমন চাঙ্গা বাজারে অনেক বিনিয়োগকারী লোকসান কাটিয়ে মুনাফার মুখ দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। আলোচ্য সপ্তাহে সব খাত থেকেই কম বেশি মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। তবে ৮ খাতের শেয়ার থেকে ৪ শতাংশের বেশি মুনাফা পেয়েছেন তারা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে চার শতাংশের বেশি মুনাফা হওয়া খাতগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, কাগজ ও প্রকাশনা, পাট, চামড়া, ভ্রমণ ও অবকাশ, ব্যাংক, সিমেন্ট এবং তথ্য প্রযুক্তি খাত। এসব খাতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ শতাংশের বেশি।

সাপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ৭.৫০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতে। আলোচ্য সপ্তাহে খাতটিতে দর বেড়েছে ৭ শতাংশ এবং ৬ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে পাট খাত।

অন্য খাতগুলোর মধ্যে- চামড়া খাতের ৫.১০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৫.১০ শতাংশ, ব্যাংক খাতে ৪.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৪০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ৪.৪০ শতাংশ।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে ৪ শতাংশের কম দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে- সিরামিক খাতের ৩.৯০ শতাংশ, প্রকৌশল খাতের ৩.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৪০ শতাংম, বস্ত্র খাতের ৩.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩ শতাংশ, আর্থিক খাতের ২.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২.৩০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ২.১০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১.২০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের ০.৮০ শতাংশ এবং বিবিধ খাতের ০.৫০ শতাংশ দর বেড়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে