ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

পর্দায় নয় বাস্তবে এবার তানজিন তিশার ২৫ লাখ টাকার বাজি

২০২৫ জুলাই ০৬ ১৩:৪৬:৫১
পর্দায় নয় বাস্তবে এবার তানজিন তিশার ২৫ লাখ টাকার বাজি

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী তানজিন তিশা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমি মা হতে চাই।” তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই বক্তব্যের পরপরই সাংবাদিক জাওয়াদ নির্ঝর নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন এবং দাবি করেন, ছবিগুলোতে থাকা শিশুটি তানজিন তিশার সন্তান। একইসঙ্গে তিনি অভিনেত্রীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন।

জাওয়াদ নির্ঝর লেখেন, “সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি নিজের গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? তিশা বলেছেন, তার কোনো সন্তান নেই। কিন্তু এই ছবিগুলো মিডিয়ায় আসার আগের সময়কার। তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে থাকেন। ওই ঘরেই একটি ছেলে সন্তানের জন্ম হয়েছিল, যেটি এখন ঢাকায় দাদির কাছে থাকে। আমরা বছরখানেক আগে তিশার সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে পেয়েছিলাম।”

তিনি আরও লেখেন, “তিশা, তুমি প্রমাণ করো এই বাচ্চা তোমার নয়।”

এই পোস্ট ভাইরাল হলে তানজিন তিশা নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি লেখেন: “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে মিথ্যা সংবাদ রটিয়ে ২০ ডলার উপার্জনের স্বপ্ন দেখো, তাদের বলছি—আমার ‘লুকিয়ে রাখা’ যত সন্তান আছে, তাদের আমার কাছে পৌঁছে দাও। আমি ২০ হাজার ডলার (প্রায় ২৫ লাখ টাকা) পুরস্কার দিব। আর যদি না পারো, তাহলে নিজ গালে নিজে জুতা মারো, তালে তালে!”

তানজিন তিশা এর আগেও বিয়ে, প্রেম এবং সন্তান সম্পর্কিত গুজব ও বিতর্কে সংবাদ শিরোনামে এসেছেন। তবে এবার তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মিথ্যা তথ্য ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে